মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : নিপীড়িত মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের নাগরিকত্ব ও চলাচলের ওপর বিধিনিষেধ তুলে নেয়ার জন্য মিয়ানমারের প্রতি আহŸান জানিয়েছে জাতিসংঘের একটি কমিশন। চরমপন্থার উত্থান এড়াতে ও রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে মিয়ানমারকে অবশ্যই এ পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে কমিশন জানায়। সাবেক জাতিসংঘ প্রধান কফি আনানের নেতৃত্বাধীন একটি কমিশন মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে। রোহিঙ্গাদের জন্য মাইলফলক হিসেবে প্রতিবেদনটিকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এর কারণ হিসেবে তারা বলছে, যেহেতু মিয়ানমারের নেতা অং সান সু চির সরকার কমিশনের ফলাফল মেনে নেয়ার অঙ্গীকার করেছিলেন। মিয়ানমারে কয়েক দশকের সামরিক শাসন অবসানের পর প্রায় ১১ লাখ রোহিঙ্গার ওপর চালানো নিপীড়ন দেশটির সবচেয়ে বিতর্কিত মানবাধিকার ইস্যুতে পরিণত হয়। দেশের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিভেদ নিরসনের লক্ষ্যে কমিশনটি গঠন করা হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি কফি আনানকে এক বছর মেয়াদি কমিশনের প্রধান নিযুক্ত করেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।