Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতির দায়ে স্যামসাংয়ের উত্তরাধিকারী কারাদন্ড

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুর্নীতির দায়ে স্যামসাং গ্রæপের উত্তরাধিকারী লি জি ইয়ংকে পাঁচ বছরের কারাদÐ দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত। ছয় মাসের শুনানি শেষে সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্ট গতকাল শুক্রবার এই রায় দিয়েছে। রায়ে বলা হয়েছে, স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লি জি ইয়ং রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বন্ধু চোই সুন সিল পরিচালিত কয়েকটি দাতব্য সংস্থায় ঘুষ হিসেবে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলেন। ৪৯ বছরের লি বরাবরই ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। গত ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন লি’র আইনজীবী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ