Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বেথেলহেমে আরও তিনটি বসতি গড়ছে ইসরাইল

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বেথলেহেমে নতুন তিনটি বসতি গড়ে তুলছে ইসরাইল। বেথলেহেমের দক্ষিণাঞ্চলে গাশ ইতজায়নের অবৈধ স্থাপনায় এই বসতি গড়ে তোলা হবে। গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণ বিষয়ক ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ইসরাইলের সংবাদমাধ্যম মারিভ জানায়, বেথলেহেমের দক্ষিণে নতুন তিনটি বসতি গড়ে তোলার ঘোষণা দিয়েছে জুডিয়ান হিলস ডেভেলপমেন্ট কর্পোরেশন ও স্থানীয় গাস ইতজায়ন সেটেলমেন্ট কাউন্সিল। জুডিয়ান হিলস কর্পোরেশন মোশে মস্কোভিতজ বলেন, জেরুজালেম ও তার পাশ্বর্বর্তী এলাকায় বসবাসের সমস্যা দূর করবে এই বসতি। ফিলিস্তিনি গবেষক সুহাইল খলিলিয়া বলেন, নতুন এই পরিকল্পনায় কয়েক হাজার বসতি গড়ে উঠবে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ