Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ ক্যারোলিনার রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত ২

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ ক্যারোলিনায় চার্লস্টনের একটি রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে। রেস্তোরাঁর ভিতরে ঘণ্টা তিনেক বেশ কয়েক জনকে আটকেও রাখে ওই বন্দুকধারী। শেষে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তার মৃত্যু হয়। বন্দিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চার্লস্টনের মেয়র জন টেকলেনবার্গ জানিয়েছেন, এটি কোনও জঙ্গি হামলা বা বর্ণবিদ্বেষের ঘটনা নয়। সম্ভবত ওই রেস্তোরাঁর কোনও কর্মীই ওই কাÐ ঘটিয়েছে। পরে মেয়রের বক্তব্যকে সমর্থন করে পুলিশ জানায়, নিহত বন্দুকধারী রেস্তোরাঁরই এক জন প্রাক্তন ডিস ওয়াশার। তাকে কোনও কারণে বরখাস্ত করা হয়েছিল। তাই প্রতিশোধ নিতেই সে এই হামলা চালিয়েছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই দিন রেস্তোরাঁর রান্নাঘর থেকে হঠাৎই বন্দুক হাতে এক ব্যক্তি বেরিয়ে এসে চিৎকার করে বলতে থাকে সে চার্লস্টনের নতুন রাজা। তারপরেই গুলি ছুড়তে শুরু করে। তাতে জখম হন ওই রেস্তোরাঁরই এক শেফ। পরে তাঁর মৃত্যু হয়। গুলির শব্দে রেস্তোরাঁর বাকি লোকজন তখন পালাতে শুরু করেছেন। সেই সময়েই বেশ কয়েক জনকে আটকে রাখে ওই বন্দুকবাজ। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ