Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোয়াইন ফ্লু আক্রান্তের হার ভারতে বেড়েছে ৯ গুণ

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম



ইনকিলাব ডেস্ক : চলতি বছর এ পর্যন্ত ভারতে সোয়াইন ফ্লুতে ১৮,০০০ আক্রান্ত ও ৮৭১ জন মারা গেছে। যা গত বছরের তুলনায় ৯ গুণ বেশী। গত বছর আক্রান্ত ও মারা যাওয়ার সংখ্যা ছিলো যথাক্রমে ১,৭৮৬ ও ২৬৫ জন। ২০১৫ সালে ভারতে সোয়াইন ফ্লু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তখন ৪২,৫০০ জন আক্রান্ত ও প্রায় ৩,০০০ জন মারা যায়। এরপরও দেশটি এ রোগের বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি। মওসুমি এই ফ্লু’র টীকা ভারতের জাতীয় টীকাদান নীতির অংশ নয়। তাছাড়া প্রতি বছর কি হারে মানুষ এই ফ্লুতে আক্রান্ত হচ্ছে তার উপাত্তও সঠিকভাবে সংরক্ষণ করা হয় না। চিকিৎসকদের মতে, স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী শিশু ও বৃদ্ধদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাছাড়া গর্ভবতী মহিলা ও স্বাস্থ্যকর্মীদেরকে টীকা নেয়ার পরামর্শ দেন তারা। এইচ১এন১ ভাইরাস থেকে সোয়াইন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা সৃষ্টি হয়। প্রাথমিকভাবে শ্বাসনালিতে এই রোগ আক্রমণ করে। এনডিটিভি, পিটিআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ