মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও বিরোধী নেতা ইমরান খান বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মার্কিন সেনাদের দেশটি থেকে প্রত্যাহার করতে হবে এবং চার জাতিগোষ্ঠীর ঐকমত্যের ভিত্তিতে কাবুলে সরকার প্রতিষ্ঠা করতে হবে। চার জাতিগোষ্ঠী বলতে ইরান, পাকিস্তান, রাশিয়া এবং চীনকে বুঝিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নেতা। মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগানিস্তান নিয়ে বিতর্কিত যুদ্ধ কৌশল ঘোষণার কয়েকদিনের মধ্যেই এ বক্তব্য দিলেন তিনি। আফগানিস্তান বিষয়ক নীতির জন্য ট্রাম্পকে কি বলা উচিত প্রশ্ন করা হলে জবাবে ইমরান বলেন, এটি মারাত্মক ভুল নীতি এবং কম-বেশি আগের মার্কিন নীতির মতই। আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা পাঠানো সম্পর্কে তিনি বলেন, ন্যাটো বাহিনীর দেড় লাখ সেনা যে কাজ করতে পারেনি বাড়তি মার্কিন সেনারা সে কাজ কি করে করবে? ট্রাম্প সরকারের আফগান নীতি পরিবর্তন করা উচিত উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো চীন, রাশিয়া ইরান এবং পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনা করা উচিত। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।