Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেনিজুয়েলায় গণভোট অনুষ্ঠিত হবে : পরিষদ

| প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার নতুন সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত নতুন সাংবিধানিক পরিষদ এ সংবিধান প্রণয়ন করবে। গতক বৃহস্পতিবার সরকারপন্থী আইনপ্রণেতারা একথা জানান। দেশটির সাংবিধানকি পরিষদের ৫৪৫ জন সদস্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা নতুন সংবিধানের খসড়া অনুমোদন করবেন এবং এরপর গণভোটের তারিখ নির্ধারণ করবেন। এদিকে মাদুরো বিরোধী দলের নতুন নির্বাচনের দাবি প্রত্যাখ্যান করে বলেন, তিনি নতুন খসড়া সংবিধানের বিষয়টি ভেনিজুয়েলার জনগণের বিবেচনার ওপর ছেড়ে দেবেন। এ সাংবিধানিক পরিষদের নেতা ও মাদুরোর সাবেক পররাষ্ট্রমন্ত্রী দেলসি রোদ্রিগেজ বৃহস্পতিবার বলেন, ‘আগামী সপ্তাহ থেকেই আমরা নতুন সংবিধান রচনার কাজ শুরু করতে যাচ্ছি।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ