Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজের বাঁচা-মরার লড়াই

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ইনিংস ও ২০৯ রানে হারের লজ্জা পায় ওয়েস্ট ইন্ডিজ। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে নিজ দলের খেলোয়াড়দের প্রতি আহŸান জানিয়েছেন উইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল। আজ থেকে লিডসে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট।
এজবাস্টনের দিবা-রাত্রির টেস্টে একতরফাভাবে মাত্র তিন দিনে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে যা ছিল প্রথম ফ্লাডলাইটে খেলা টেস্ট ম্যাচ। এরপর দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন থেকে শুরু করে সাবেক ক্যারিবীয়রাও সেদেশের ক্রিকেট নিয়ে একের পর এক মন্তব্য করতে থাকেন। ভন তো আগেভাগেই এটাকে ‘টেস্ট ক্রিকেটরে জন্য লজ্জাজনক একটা সিরিজ হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেন। উইন্ডিজ দলের সাবেক তারকা বোলার ও দলটির একসময়ের বোলিং কোচ কার্টলি অ্যামব্রোস প্রথম টেস্টের হারকে ‘হতবুদ্ধিকর’ ও ‘বিরক্তিকর’ বলে অভিহিত করেন।
জবাবে অ্যামব্রোসকে উদ্দেশ্য করে ল বলেন, ‘এটা হতাশাজনক। বিশেষ করে এমন একজনের কাছ থেকে এমন সমালোচনা শোনা যিনি এর আগে এই দলটিরই কোচ ছিলেন।’ অস্ট্রেলিয়ান বলেন, ‘এটা বুঝতে হবে কেন এমনটা হচ্ছে। আমরা প্রত্যাশানুযায়ী ফল করতে পারছি না। এমন অবস্থায় ভালো হয় আমাদের ড্রেসিংরুমে এসে কথা বলা এবং ছেলেদের কাছে তার অসন্তুষ্টি প্রকাশ করা। এটা হলে ভালো হতো কিন্তু হয়নি। এখন আমরা কি করতে পারি? নিজেদের নাককে নীচে রেখে পিঠ উঁচু করে এখন আমাদের লড়তে হবে।’
লিডস টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ক্যারিবীয় কোচ বলেন, ‘আমরা বুঝতে পারছি কেন এমন হচ্ছে। ভুলগুলো শুধরে নিয়ে খেলতেও নামছি। কিন্তু আমাদের পক্ষে কোন কিছুই হচ্ছে না। আমরা যেভাবে চাচ্ছি, সেভাবে তা করতে পারছি না। এজন্য আমাদের নিয়ে সবাই সমালোচনা করছে। তবে এসব নিয়ে ভাবলে দলের আরও ক্ষতি হবে। তাই লিডস টেস্ট নিয়েই সবার মনোযোগী হওয়া প্রয়োজন। আশা করি দল এ ম্যাচে ভালো কিছু করে দেখাবে। যাতে সিরিজে আমাদের অস্তিত্ব টিকে থাকে।’
সিরিজে দুর্দান্ত শুরুর পর বেশ চনমনে দশায় ইংল্যান্ড শিবির। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে লিডসেই সিরিজ জয় নিশ্চিত করতে চান ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ার’শ, ‘এখানে সর্বশেষ ম্যাচে আমরা ভালো খেলেছিলাম। শ্রীলঙ্কাকে ইনিংস ও ৮৮ রানের ব্যবধানে হারিয়েছিলাম। আশা করছি এবারও আগের মত দুর্দান্ত পারফরমেন্স করতে পারবো এবং এক ম্যাচ আগেই সিরিজ জয় করতে পারবো।’ তিনি বলেন, ‘জানি ঘুরে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আমরাও প্রস্তুত ভালো পারফরমেন্স করার জন্য।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ