Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় মহিলা দাবার শীর্ষে শিরিন

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় ৩৭তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে পঞ্চম রাউন্ড শেষে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন গত আসরের রানার-আপ মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। তিনি পূর্ণ ৫ পয়েন্ট পেয়েছেন। গতকাল দাবা ফেডারেশনের সভাকক্ষে প্রতিযোগিতার পঞ্চম দিনের খেলায় শিরিন গতবারের মহিলা চ্যাম্পিয়ন মানিকগঞ্জের নাজরানা খান ইভাকে হারান। শিরিন সাদা ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় একটেঞ্জ বিশ্লেষণ ধারায় খেলেন। খেলাটির শেষ পর্যায়ে ৩৫ চালে ইভা ভুল করলে শিরিন সে সুযোগ কাজে লাগিয়ে ৩৬ চালের মাথায় জয়ী হন। আট জন দাবাড়– ৪ পয়েন্ট করে নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, তানজিনা আক্তার তানি, আহেলী সরকার ও জোহরাতুল জান্নাত জিসা।

কাল পঞ্চম রাউন্ডে লিজা হারান ঝর্না বেগমকে, তনিমা জয় পান তাহমিনা আক্তার তিশার বিপক্ষে, জাকিয়া হারান জান্নাতুল ফেরদৌসকে, তানি জয় পান ফারজানা হোসেন এ্যানির বিপক্ষে এবং আহেলী হারান নোশিন আঞ্জুমকে ও জিসা জয় পান কিশোয়ারা সাজরীন ইভানার বিপক্ষে। জাহানারা হক রুনু ড্র করেন আফরিন জাহান মুনিয়ার সঙ্গে। আজ দুপুরে একই ভেন্যুতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে। প্রতিযোগিতা শেষ হবে ২৮ আগস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ