Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

মুন্সি স্কুল স্কোয়াশ শুরু

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পাঁচ স্কুল দলের ৩২জন ছাত্র-ছাত্রীকে নিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হলো মুন্সি স্কুল স্কোয়াশ টুর্ণামেন্টের খেলা। দলগুলো দু’বিভাগে ভাগ হয়ে খেলছে। গতকাল কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কোয়াশ কোর্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা ক্যান্টনমেন্টের জি,এস,ও-২ (শিক্ষা) মেজর মোহাম্মদ মিজবা উদ্দিন। এ সময় স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ (সোহেল) উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বালিকাদের অনূর্ধ্ব-১৪ বিভাগের খেলায় ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়কে এবং ইস্পাহানী পাবলিক স্কুল একই ব্যবধানে হারায় এমআইএসকে। অনূর্ধ্ব-১৪ বালক বিভাগের খেলায় এমআইএস ৩-০ সেটে ইস্পাহানী পাবলিক স্কুলকে এবং ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক স্কুল সমান ব্যবধানে হারায় ক্যান্টনমেন্ট বালক উচ্চ বিদ্যালয়কে। অনূর্ধ্ব-১৬ বালক বিভাগে ইস্পাহানী পাবলিক স্কুল ৩-১ সেটে এমআইএস এবং ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় ৩-০ সেটে ক্যান্টনমেন্ট বালক স্কুল দলের বিপক্ষে জয় পায়। অনূর্ধ্ব-১৬ বালিকা বিভাগের খেলায় ক্যান্টনমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয় ৩-০ সেটে হারায় ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ