Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোয় রিয়ালের আরেক শিরোপা

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বন্ধুত্বের ম্যাচে ইতালিয়ান প্রতিপক্ষ ফিওরেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দারুন এক গোল করে ও সতীর্থ বোর্জা মায়োরালকে দিয়ে একটি করিয়ে এই জয়ে অবদান রাখেন দলটির পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
এ নিয়ে ৩৯তম বারের মত মুখোমুখি হলো রিয়াল মাদ্রিদ ও ফিওরেন্তিনা। ম্যাচটি ছিল ১৯৫৭ সালে রিয়ালের দ্বিতীয় ইউরোপিয়ান কাপ জয়ের ৬০ বছর পূর্তী উপলক্ষে।
প্রীতি ম্যাচ হওয়ায় নিয়মিত একাদশের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন রিয়াল কোচ জিদেদিন জিদান। দিপোর্তিভো লা করুনার বিপক্ষে লিগ মৌসুমের প্রথম ম্যাচের সেই একাদশ থেকে এদিন ছিলেন কেবল সার্জিও রামোস। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন রোনালদো। দুজনই রয়েছেন ঘরোয়া ফুটবল থেকে নির্বাসনে। দিপোর্তিভো ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রামোস। ফলে লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না দলটির অধিনায়ক। আর রোনালদো আছেন ৫ ম্যাচ নিষেধাজ্ঞাদেশের মধ্যে। চিরপ্রতিদ্বত›দ্বী বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে লাল কার্ড দেখার পর রেফারিকে ধাক্কা দেওয়ায় এই নিষেধাজ্ঞা জোটে সিআর-সেভেনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ