নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর যেভাবে ঘুরে দাঁড়াতে হতো তেমনটা পারেনি শ্রীলঙ্কা। ক্যান্ডিতে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী ভারতকে তারা মাত্র ২৩৭ রানের লক্ষ্য দিতে সক্ষম হয়। তবে বৃষ্টির কারণে খেলা সোয়া এক ঘন্টা বন্ধ থাকায় ভারতের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ২৩১। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে বিনা উইকেটে ২৯ রান করেছে ভারত।
এদিনও ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে লঙ্কান ব্যাটসম্যানরা ছিলেন অসহায়। শুরুটা ভালো করলেও কোন টপঅর্ডারই ক্রিজে দাঁড়াতে পারেননি। ফলে একসময় ১২১ রানে ৫ উইকেটে পরিনত হয় তাদের স্কোরবোর্ড। এরপর শ্রীবর্ধনে ও কাপুগেদারা মিলে ৯১ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু ৯ রানের ব্যবধানে দুজনই সাজঘরে ফিরলে স্বাগতিকদের বড় সংগ্রহের সম্ভবনা থমকে যায়। ৫৮ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন শ্রীবর্ধনে, ৪০ রান আসে কাপুগেদারার ব্যাট থেকে। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৩৬ রান। ৪৩ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন জজপ্রিত বুমরাহ, সমান রানের খরচায় ২ উইকেট নেন যোগেন্দ্র চাহাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।