Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেশার ট্যাবলেটে ট্রাম্পের চেহারা

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও সবাইকে তিনি খুশি করতে পারেন না। তবে ইউরোপের কিছু মাদকব্যবসায়ী ট্রাম্পের চেহারার মতো করে উদ্দীপনাদায়ক নেশাজাতীয় ট্যাবলেট এস্টেসি উৎপাদন করেছে। চলতি সপ্তাহে জার্মান পুলিশ কমলা রংয়ের প্রায় পাঁচ হাজার এসব ট্যাবলেট উদ্ধার করেছে। এসব ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬ হাজার মার্কিন ডলার বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার জার্মানির উত্তর-পশ্চিমে অসনাব্রুয়েক শহরে অস্ট্রিয়ায় নিবন্ধিত একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার ছাঁচে উৎপাদিত পাঁচ হাজার পিস এস্টেসি ট্যাবলেট এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ