মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রাজিল সরকার ১৯৮৪ সালে তৈরি করা একটি বিশাল আকারের ন্যাশনাল রিজার্ভ বাতিল করেছে। সরকারি এক গ্যাজেটে বলা হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে খনিজ আহরণের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। গত বুধবার দেশটির প্রেসিডেন্ট মিসেল টেম্পার এক আদেশ জারির মাএমে ন্যাশনাল রিজার্ভ অব কপার এন্ড এসোসিয়েশন (রেনকা) নামের এ সংরক্ষিত এলাকার মর্যাদা বাতিল করেন। ৪৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের সংরক্ষিত বনাঞ্চল ব্রাজিলের উত্তরে আমাপা ও পারা নামক এলাকার মাঝে অবস্থিত। ধারণা করা হয়, এ এলাকাটি স্বর্ণ এবং অন্যান্য খনিজ সম্পদে পরিপূর্ণ। আকারে ডেনমার্কের চেয়ে আয়তনে বড় রিজার্ভ এলাকারটির ৩০ শতাংশ খনিজ আহরণের জন্য খুলে দেয়া হয়েছে। দেশটির সরকার বলছে, সেখানকার নয়টি সংরক্ষিত অঞ্চল এবং আদিবাসীদের ভূমি এর আওতার বাইরে থাকবে। তবে পরিবেশবাদী সংগঠনগুলো এতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এর ফলে প্রাকৃতিক সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।