Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ার ৫ দেশের স্থলসীমান্ত নেই

| প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অন্য দেশের সঙ্গে এশিয়ার ৫টি দেশের কোনো স্থল সীমান্ত নেই। এ দেশগুলো হলো জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও তাইওয়ান। তবে বাকি দেশগুলো এক বা একাধিক দেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে আছে। বেশির ভাগ ক্ষেত্রেই ভাগাভাগি করা সীমান্ত রয়েছে শান্তিপূর্ণ। তবে কিছু সীমান্তে রয়েছে চরম উত্তেজনা। নয়া দিল্লি থেকে ডাটা লিডস প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি জনবহুল দেশ হলো চীন। এর রয়েছে ১৬টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত। এর দৈর্ঘ্য ২২ হাজার ১৪৭ কিলোমিটার। তবে কয়েকটি প্রতিবেশীর সঙ্গে সীমান্ত নিয়ে তাদের বিরোধ আছে। সবচেয়ে বড় বিরোধ হলো ভারতের সঙ্গে। এ দুটি দেশের মধ্যে রয়েছে অভিন্ন ৩৫০০ কিলোমিটার সীমান্ত। তাতে দুপক্ষই মুখোমুকি অবস্থানে। সীমান্ত বিরোধে ১৯৬২ সালে তাদের মধ্যে একটি যুদ্ধ হয়েছে। কিন্তু অনেক বিবদমান এলাকায় সমস্যা রয়েছে অমীমাংসিত। এ বছর জুন থেকে দোকলাম নিয়ে তাদের মধ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে। সেখানে চীনের একটি সড়ক নির্মাণ কাজে বাধা দেয় ভারত। সেই থেকেই উত্তেজনা বিরাজ করছে। ভুটান দাবি করে দোকলাম হলো তাদের ভূখÐ। বিশ্বে দ্বিতীয় সর্ববৃহৎ সীমান্ত রয়েছে ভারতের। এর মোট দৈর্ঘ্য ১৩ হাজার ৮৮৯ কিলোমিটার। এ সীমান্ত ৭টি দেশের সঙ্গে। এর মধ্যে সবচেয়ে বেশি স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ