Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোনালদোর শাস্তি বহাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


আপিলেও কোন কাজ হলো না। এখনো তিন ম্যাচ তাই মাঠের বাইরে থাকতেই হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রেফারীকে ধাক্কা দেবার অপরাধে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন রোনালদো। এর বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল। কিন্তু স্প্যানিশ এডমিনিস্ট্রেটিভ স্পোর্টস কোর্টে (টিএডি) পরশু তাদের সেই আপিল খারিজ করে দিয়েছে।
বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ৩-১ গোলে জয়ের সেই ম্যাচে রোনালদোর দ্বিতীয় হলুদ কার্ডটি পরিণত হয় তার ক্যারিয়ারের দশম লাল কার্ডে। এরপর রাগে-ক্ষেভে রেফারিকে ধাক্কা মেরে বসেন সিআর-সেভেন। এমনিতেই লাল কার্ডের দরুণ নিষিদ্ধ হতেন এক ম্যাচ। কিন্তু রেফারিকে ধাক্কা দেওয়ার অপরাধে তাকে আরো চার ম্যাচ নিষিদ্ধ করা হয়।
ইতোমধ্যে নিষেধাজ্ঞার দুই ম্যাচ কাটিয়ে দিয়েছেন রোনালদো। রোনালদো বিহীন মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে ২-০ গোলে ও লা লিগায় ডিপোর্তিভো লা করুনাকে ৩-০ গোলে হারায়। লিগে ভ্যালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে হোম ম্যাচে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে মাঠে দেখা যাবে না রোনালদোকে।



 

Show all comments
  • Md Shahossain ২৪ আগস্ট, ২০১৭, ১০:৫৬ এএম says : 0
    আইন সবার জন্য সমান।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ