Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরে রুনি একটি অধ্যায়ের পরিসমাপ্তি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বলা যায়, ইংলিশ ফুটবলের একটি অধ্যায় শেষ হয়ে গেল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি। কোচ গ্যারেথ সাউথগেটের কাছ থেকে পুনরায় জাতীয় দলে ডাক পাওয়ার পরপরই পরশু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জাননোর ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ গোলদাতা।
ইংল্যান্ডের হয়ে ১১৯ ম্যাচে ৫৩ গোল করেন রুনি। ম্যাচ ও গোল সংখ্যা, দুটোই ইংল্যান্ডের হয়ে রেকর্ড। মঙ্গলবার সাউথগেটের সঙ্গে টেলিফোনে আলাপকালে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় রুনির।
কোচ হোসে মরিনহোর অধীনে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খারাপ সময় পার করার পর ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব হারান রুনি। এমনকি জাতীয় দল থেকেও বাদ পড়েন। চলতি মৌসুমে নিজের সাবেক ক্লাব এভারটনে যোগ দেন এ তারকা খেলোয়াড়। নতুন ক্লাবে যোগ দিয়ে প্রিমিয়ার লীগে প্রথম দুই ম্যাচেই গোল করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্পর্শ করেন দুইশ গোলের মাইলফলক।
এক বিবৃতিতে রুনি বলেন, ‘আসন্ন ম্যাচগুলোর জন্য কোচ গ্যারেথ সাউথগেট পুনরায় দলে ডেকে আমাকে ফোন করায় আমি তার কাছে কৃতজ্ঞ। সত্যিই এটা প্রশংসনীয়। অনেক ভেবে চিন্তে কোচকে জানিয়েছি। নিজের ভালোর জন্যই আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের এই সিদ্ধান্ত।’ তিনি বলেন, ‘সত্যিই সিদ্ধান্তটা কঠিন ছিল এবং আমি বিষয়টি নিয়ে আমার পরিবার, এভারটেনর কোচ এবং ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছি।’
সাবেক ম্যান ইউ তারকা বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলাটা সব সময়ই আমার জন্য ছিল বিশেষ কিছু। প্রতিবারই দলের একজন খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার কাছে ছিল অনেক সম্মানের এবং যারা আমাকে সমর্থন করেছেন তাদের সকলকে ধন্যবাদ। তবে আমি মনে করি আমার সময় শেষ হয়ে গেছে।’ ইংল্যান্ডের হয়ে এ যাবতকালে সর্বোচ্চ ম্যাচ খেলা রুনি বলেন, ‘এখন তার একমাত্র চেষ্টা থাকবে এভারটনের হয়ে শিরোপা জয় করা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ