মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী বক্তব্যে হতাশা প্রকাশ করেছে ইসলামাবাদ। একইসঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দেয়ার অভিযোগও অস্বীকার করেছে তারা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগকে উপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প গত মঙ্গলবার এক বক্তৃতায় বলেন, পাকিস্তান সন্ত্রাসীদের জন্য যে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে সে ব্যাপারে ওয়াশিংটন আর নীরব থাকতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের সহযোগিতা করার দায়ে অভিযুক্ত করার পর ইসলামাবাদ ওই প্রতিক্রিয়া জানাল। প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে বলেন, সন্ত্রাসবাদের মাধ্যমে বিশ্বের অন্য কোনো দেশ পাকিস্তানের সমান ক্ষতিগ্রস্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্র সেই ভূমিকা স্বীকার করেনি। ট্রাম্প বক্তৃতায় আরও বলেন, ইসলামাবাদের উচিত আফগানিস্তানে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ওয়াশিংটনকে সহযোগিতা করা। কারণ, আমেরিকা এই খাতে পাকিস্তানকে শত শত কোটি ডলার অর্থসাহায্য দেয়। এ অবস্থায় পাকিস্তান মার্কিন সরকারকে সহযোগিতা না করে সন্ত্রাসীদেরকে অভয়ারণ্য তৈরি করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর বক্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতিগত দিক দিয়ে পাকিস্তান তার ভূমিকে কোনো বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় না। তিনি বলেন, পাকিস্তান অন্য কোনও দেশের জন্য নয়, তার নিজের জন্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়ছে। খাজা আসিফ জানিয়েছেন, বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের আনুষ্ঠানিআক প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। জিও নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।