Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

তালেবান হামলায় হেলমান্দে নিহত ৫

| প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুলিশের প্রাদেশিক সদরদপ্তরের সামনে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বুধবারের এই হামলায় আরও ৪২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গফুর সাফাই জানিয়েছেন, হেলমান্দের রাজধানী লশকর গাহয়ের ওই সদরদপ্তরটিতে নিজেদের বেতন নিতে জড়ো হয়েছিলেন পুলিশ ও সেনা সদস্যরা, তাদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এতে স্থানীয় দুই নারী, দুই সৈনিক ও একটি শিশু নিহত ও আরো ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন লশকর গাহয়ের হাসপাতালের এক চিকিৎসক। নিহতদের লাশ ও আহতদের হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। পুলিশ সদরদপ্তরের গাড়ি পার্কের এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে জানিয়েছে ডন। এতে নিকটবর্তী একটি মসজিদ ও সংলগ্ন মাদ্রাসার ব্যাপক ক্ষতি হয়েছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। এতে আরো বলা হয়, হামলার পরপরই সাংবাদিকদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় তালেবান হামলায় দায় স্বীকার করেছে। ক্ষুদে বার্তায় বলা হয়েছে, আমরা সেনাবাহিনীর ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছি, বহু জনকে হত্যা করেছি। এর আগে জুনে একই শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বেতন তুলতে একটি ব্যাংকে জড়ো হলে সেখানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলার পর নিরাপত্তাজনিত কারণে পুলিশ সদরদপ্তরেই ওই ব্যাংকের একটি শাখা খোলা হয়েছিল। ডন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ