Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ফের ট্রেন দুর্ঘটনা, আহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার ভোররাত ২টা ৫০ মিনিটের দিকে রাজ্যের অরাইয়া জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আজমগড় থেকে দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি আবর্জনাবাহী গাড়ির সংঘর্ষে বগিগুলো লাইনচ্যুত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের নর্থ সেন্ট্রাল রেলওয়ের (এনসিআর) মহাব্যবস্থাপক এম সি চৌহান। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উন্নয়ন কাজ চলছিল বলে জানিয়েছেন এনসিআর সংশ্লিষ্টরা। চলতি সপ্তাহে ভারতের এ রাজ্যটিতে দ্বিতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার ঘটল। এর আগে শনিবার রাজ্যের মুজাফফরনগর জেলায় অপর একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ২২ জন নিহত ও ১৫৬ জন আহত হন।
ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ