Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সপ্তম নৌবহরের কমান্ডার বরখাস্ত

| প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল জোসেফ অকোইনকে বরখাস্ত করছে মার্কিন নৌবাহিনী। এশিয়ার নৌভাগে সপ্তম নৌবহরের যুদ্ধজাহাজসহ কয়েকটি নৌযানের সংঘর্ষের ঘটনার পর এমন সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন নৌবাহিনী। সবশেষ সংঘর্ষের ঘটনায় ১০ মার্কিন নাবিক নিখোঁজ হন এবং ব্যাপক তল্লাশির পর কয়েকজনের দেহাবশেষের সন্ধান পাওয়া গেছে। গত সোমবার সিঙ্গাপুর উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন ম্যাককেইন একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ১০ নাবিক নিখোঁজ হন। এখানো তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যুদ্ধজাহাজে কয়েকজনের দেহাবশেষ পাওয়া গেছে। জাহাজটি এখন সিঙ্গাপুর বন্দরে রয়েছে। এক বছরের মধ্যে এটি ছিল সংঘর্ষের চতুর্থ ঘটনা। এর দুই মাস আগে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎজজেরাল্ড জাপানের জলভাগে কন্টেইনারবাহী একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় সাত মার্কিন নাবিক নিহত হন। মে মাসে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজের সঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি মৎস্য শিকারের জাহাজের সংঘর্ষ হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ