নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ভুটানকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ
ঠিক যেন ইটের জবাব পাথরে দেয়ার মতই ঘটনা ঘটলো। সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা পেল বাংলাদেশের কিশোররা। সঙ্গে বড়দের হারের প্রতিশোধও নিলো ছোটরা। গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল ৩-০ গোলে ভুটানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের পক্ষে মিরাজ মোল্লা দু’টি ও ফয়সাল আহমেদ ফাহিম একটি করে গোল করেন।
গত বছরের ১০ অক্টোবর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে ভুটানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩-১ গোলে হেরে জাতিকে লজ্জা দিয়েছিলো বাংলাদেশ জাতীয় দল। সেই হারের দুঃস্মৃতি ভোলাতেই যেন ভুটানকে সামনে পেয়ে কাল জ্বলে উঠলো বাংলাদেশের কিশোররা। গ্রুপের শেষ ম্যাচে যেখানে সেরা হবার লড়াই সেখানে কেনই বা ছাড় দেবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। তাই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত সেরাদের মতই খেলেছে বাংলাদেশ। ভুটানকে পাত্তা না দিয়ে একের পর এক গোল আদায় করে নিয়েছে। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও ভুটান মাত্র দু’তিনটা সুযোগ তৈরি করেছে। কিন্তু সেসব সুযোগ তাদের নষ্ট হয়েছে লাল-সবুজের ডিফেন্ডার ও গোলরক্ষকের দৃঢ়তায়। ভুটানী ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হলেও বাংলাদেশের ফয়সাল, মিরাজদের রুখতে পারেনি তাদের রক্ষণভাগ। যে কারণে শুরু থেকেই আক্রমণে ধারায় থাকলেও ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। এসময় কর্নার থেকে উড়ে আসা বল বক্সে পেয়ে ভুটানের তিন ডিফেন্ডারকে কাটিয়ে দর্শনীয় শটে গোল করেন শ্রীলঙ্কা ম্যাচের হ্যাটট্রিকম্যান ফয়সাল (১-০)। পিছিয়ে পড়ে গোলশোধে মরিয়া হয়ে আক্রমণ চালায় ভুটান। কিন্তু বাংলাদেশ রক্ষণদূর্গের সামনে তাদের সব আক্রমণই ব্যথ হয়ে যায়। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পর যেন আরও বেশী জ্বলে ওঠে লাল-সবুজরা। ভুটানের ভঙ্গুর রক্ষণভাগের সুযোগে আরও দু’গোল আদায় করে নেয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আক্রমণের ধারা অব্যহত রেখে ম্যাচে ৫২ মিনিটে করিমের ক্রস থেকে হেডে বল জালে জড়ান মিরাজ মোল্লা (২-০)। ব্যবধান বাড়ানোর পরও গোলক্ষুধা কমে না বিজয়ীদের। আক্রমণের পর আক্রমণ করে ভুটানী রক্ষণদূর্গকে ব্যতিব্যস্ত রাখে তারা। ৮১ মিনিটে তৃতীয় গোল পায় বাংলাদেশ। এসময় জটলার মধ্যে বল পেয়ে আলতো টোকায় ভুটানের জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মিরাজ (৩-০)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল।
টুর্নামেন্টের সেমিফাইনাল আগেই পা রেখেছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়নের হিসাবটাই কেবল ছিল বাকি। সেই হিসাবও চুকে গেল। বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা পেলে হেরেও গ্রুপ রানার্সআপ হিসেবে বাংলাদেশের সঙ্গী হলো ভুটান। আর টানা দু’ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লো গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা।
শুক্রবার সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। যদিও প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। আজ ভারত ও নেপালের ম্যাচ শেষেই জানা যাবে শেষ চারে কে বাংলাদেশের প্রতিপক্ষ? ‘বি’ গ্রুপে এ ম্যাচই বাকি। ভারত এবং নেপাল দু’দলই মালদ্বীপের বিপক্ষে জিতেছে। তবে গোলগড়ে ভারত এগিয়ে। তাই আজ নেপালের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত। আর হেরে গেলে গ্রুপ সেরা হিসেবে শেষ চারে খেলবে নেপাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।