Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাদার্সের প্রথম জয়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। নতুন কোচ নিকোলাস ভিতোরোভিচের হাত ধরে এবারের লিগে প্রথম জয় পেয়েছে ব্রাদার্স। মায়ের অসুস্থতার কারণে জিওভান্নি স্কানু চলে যাওয়ার পর ব্রাদার্সের কোচের দায়িত্বে ছিলেন আরিফুর রহমান পান্নু। ক’দিন আগেই ভিতোরিভিচের হাতে দলের ভার দেয় ব্রাদার্স কর্তৃপক্ষ। আর প্রথম ম্যাচেই জয় দেখলেন সার্বিয়ান এই কোচ। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন হাইতির ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। এই জয়ে ব্রাদার্স পাঁচ ম্যাচে এক জয় ও দুই ড্রতে ৫ পয়েন্ট পেয়ে তালিকার সপ্তমস্থানে উঠে আসলো। সমান ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধার অবস্থান ষষ্ঠস্থানেই রইলো।
এদিকে, দিনের অপর ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আক্রমণ, পাল্টা আক্রমণের রোমাঞ্চে ঠাসা প্রথমার্ধে দ্বাদশ মিনিটে গোল পায় মোহামেডান। ডান দিক থেকে কিংসলে চিগোজির বাড়ানো ক্রসে তকলিস আহমেদের ভলি ঠিকানা খুঁজে পায়। লিগে তকলিসের এটি দ্বিতীয় গোল। ২২তম মিনিটে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। ডান দিক থেকে মতিন মিয়ার বাড়ানো ক্রসে জুয়েল রানার জোরালো হেড জালে জড়ায়। চলতি লিগে তিন ম্যাচ পর দ্বিতীয় গোলের দেখা পেলেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
ফয়সাল মাহমুদের গোল আবারও এগিয়ে নেয় মোহামেডানকে। ৩২তম মিনিটে বাঁ দিক থেকে এই মিডফিল্ডারের শট পাঞ্চ করেও ফেরাতে পারেননি আনিসুর রহমান জিকো। বল পোস্টের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়। ছয় মিনিট পর ফের সমতায় ফেরে ম্যাচ। মোহাম্মদ শাকিলের কর্নারে কলম্বিয়ান মিডফিল্ডার দিনার আনদেস লরদাবা এসকারপেতার হেডে পরাস্ত হন রাসেল মাহমুদ লিটন। একটু পর এম্বের আর্লে ভালেন্সিয়ার হেড ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি সাইফ স্পোর্টিংয়ের।
প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে মোহামেডান। মতিনের বাড়ানো বল ধরে ডিফেন্ডারদের চোখের সামনে থেকে লক্ষ্যভেদ করেন ভালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়া মোহামেডান শেষ পর্যন্ত চতুর্থ হার নিয়ে মাঠ ছাড়ে।
টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী। চতুর্থ হারের স্বাদ পাওয়া ন’য়ে থাকা মোহামেডানের সঞ্চয় ৩ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ