Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছুমপুর ক্রীড়াচক্রের নতুন কমিটি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মহসীন সভাপতি, বাচ্চু সা.সম্পাদক
সিরাজগঞ্জের ঐহিতহ্যবাহী ক্রীড়া সংগঠন মাছুমপুর ক্রীড়াচক্রের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মহসীন আহমেদ চৌধুরী সভাপতি, আলহাজ্ব মাহফুজ আলম বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি তাজমুল হাসান শিকদার, ফিরোজ আহমেদ স্বপন এবং মোহাম্মদ আবু সামা। সহ-সাধারণ সম্পাদক হলেন রেজাউল করিম দিলীপ, বোরহানউদ্দিন রতন এবং হেদায়তুল ইসলাম ফ্রুট। সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রিন্স, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, ক্রীড়া সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক রেজাউল করিম খোকন, প্রচার সম্পাদক ঈনাম আহমেদ রতন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গাফফার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, মাসুদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ জুলফিকার চৌধুরী তুলতুল, দফতর সম্পাদক আবদুস সামাদ। এছাড়া কমিটিতে সদস্য রয়েছেন মোট ১৯ জন- মোক্তার হোসেন, জাকির হোসেন, নূরনবী তালুকদার, কামাল শিকদার, আলতাফ হোসেন, রুহুল হাকিম রাজু, আবদুর রশিদ, শরিফ আহমেদ, রেজাউল করিম লিটন, আকতারুজ্জামান সুরুজ, আবদুল্লাহ মন্ডল, মো. আবদুল্লাহ, হাফিজুর রহমান নিলু, আবু আল তৌফিক রাসেল, তুষার আহমেদ, মোস্তাফিজুর রহমান মহর, শরিফুল ইসলাম তালুকদার, কবির তালুকদার এবং তানভীর আহমেদ মুক্তা। এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ