নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : স্কোয়াশ খেলাটির বাংলাদেশে তেমন পরিচিতি না থাকলেও সাউথ এশিয়ান (এসএ) গেমসে ব্রোঞ্জপদক জয়ের রেকর্ড রয়েছে তাদের। দেশে বরাবরই জাতীয় পর্যায়ে স্কোয়াশ টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো স্কুল পর্যায়ে টুর্নামেন্ট করতে যাচ্ছে বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র্যাকেটস ফেডারেশন। এ ধারাবাহিকতায় আগামীকাল কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কোয়াশ কমপ্লেক্সে পাঁচটি স্কুলের অংশগ্রহনে শুরু হচ্ছে মুন্সি স্কুল স্কোয়াশ টুর্নামেন্টের খেলা। স্কুল গুলো হলো- ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড বয়েজ হাই স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড গার্লস হাই স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড সেকেন্ডারি স্কুল এবং ক্যান্টনমেন্ট বোর্ড ইংলিশ মিডিয়াম স্কুল। প্রতিযোগিতায় দুই গ্রুপে খেলছেন ৩২ জন খেলোয়াড়। অংশ নেয়া স্কুলগুলোর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেনীর বালক ও বালিকা খেলোয়াড়রা ‘এ’ গ্রুপে এবং নবম ও দশম শ্রেণীর বালক ও বালিকারা ‘বি’ গ্রুপে লিগ পদ্ধতিতে খেলবেন। গতকাল ঢাকার স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল। এ সময় পৃষ্ঠপোষক মুন্সি এন্টারপ্রাইজের হেড অব অপারেশন্স মেজর (অব.) ইউসুফ রেজা ও ফেডারেশনের সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।