Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর আগে স্ত্রী হাঁটায় ডিভোর্স

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুচ্ছ একটি কারণকে কেন্দ্র করে স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী। দুজনে এক সঙ্গে হাঁটছিলেন। স্বামী বারণ করার পরেও তাকে রেখে আগে আগেই হাঁটছিলেন স্ত্রী। আর এর জের ধরেই রাগে-ক্ষোভে স্ত্রীকে ডিভোর্স দিলেন স্বামী। সউদীতে সা¤প্রতিক সময়ে ডিভোর্সের সংখ্যা বিপজ্জনক হারে বাড়ছে। বড় ধরনের কোনো ঘটনার জন্য ডিভোর্সের ঘটনা খুব কমই হচ্ছে। বরং খুব ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই ডিভোর্স হচ্ছে। অনেকেই এসব ঘটনার জন্য বিবাহিত দম্পতি বিশেষ করে নবদম্পতিকে বিশেষ পরামর্শ সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরামর্শ সেবা গ্রহণ করলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কমে আসবে ফলে তুচ্ছ ঘটনায় ডিভোর্সের মতো ঘটনা ঘটবে না বলে মনে করছেন অনেকেই। সউদীর আল ওয়াতান দৈনিকে জানানো হয়েছে, ওই ব্যক্তি তার স্ত্রীকে পেছনে পেছনে হাঁটতে বলেছিলেন। কিন্তু তার স্ত্রী বার বার তার আগে হাঁটছিলেন। এ কারণেই তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। এদিকে, অতিথিদের সামনে রান্না করা ভেড়ার মাথার গোশত রাখতে ভুলে যাওয়ায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন একজন। ডিভোর্স পাওয়া ওই নারী জানিয়েছেন, তার স্বামীর বন্ধুরা তাদের বাড়িতে খেতে এসেছিলেন। খাবার টেবিলে তিনি সব কিছুই রেখেছিলেন। শুধুমাত্র রান্না করা ভেড়ার মাথার গোশতই তিনি রাখতে ভুলে গিয়েছিলেন। আল ওয়াতান।



 

Show all comments
  • রোমান ২৩ আগস্ট, ২০১৭, ১১:৫৬ এএম says : 0
    এই বিষয়গুলো খুবই দু:খজনক।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ