মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যৌথ সামরিক পদক্ষেপের বিষয়ে তুরস্ক ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গত সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে তার আলোচনার পর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা হয়েছে বলে গত সোমবার জানিয়েছেন তিনি। সরকারি সফরে জর্ডানের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে এরদোগান জানান, ইরানের সঙ্গে যৌথ পদক্ষেপের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং এর ইরানি শাখা পিজেএকের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, হুমকি হয়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ পদক্ষেপ সব সময়ই কার্যতালিকায় ছিল। দুটি সামরিক বাহিনীর প্রধানের মধ্যে এই ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে, আর এটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সেটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করেছি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।