Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নিরাপত্তায় অর্থ সংকটে সিক্রেট সার্ভিস

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে নিরাপত্তা দিতে গিয়ে বড় ধরনের তহবিল ঘাটটিতে পড়তে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বাহিনী সিক্রেট সার্ভিস। গত সোমবার সিক্রেট সার্ভিস জানিয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্প ও তার পরিবারের নিরাপত্তার খরচ যোগানোর মতো যথেষ্ট অর্থ তাদের কাছে আছে। কিন্তু সেপ্টেম্বরের পর থেকে তাদের সংকট শুরু হবে এবং সিক্রেট সার্ভিসের কর্মীদের বেতন ও ওভারটাইম ঠিকমতো দেওয়া যাবে না। এ ব্যাপারে কংগ্রেসের হস্তক্ষেপ চেয়েছে সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস হলো একটি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আওতায় সংস্থাটি কাজ করে থাকে। সিক্রেট সার্ভিসের কর্মীদের দুই ধরনের দায়িত্ব পালন করতে হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ