Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাকওয়াটার যাচ্ছে আফগানিস্তানে

| প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ট্রাম্প প্রশাসনের আফগান কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের পর গত ১৯ আগস্ট একটি ভয়াবহ ধ্বংসাত্মক প্রস্তাব হাজির করা হয়েছে। প্রস্তাবটি হলো পূর্ণ প্রত্যাহার বা যুক্তরাষ্ট্রের নিয়মিত বাহিনীকে সরিয়ে নিয়ে আফগানিস্তানে যুদ্ধের ভার বেসরকারি ঠিকাদার তথা মার্সেনারি বা ভাড়াটে বাহিনীর হাতে তুলে দেয়া। এতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মিশনে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। আফগানিস্তান নিয়ে যে ধরনের নীতি তৈরি করা হচ্ছে তাতে বোঝা যায়, সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ স্বীকৃত জায়গা থেকে সরে গেছে যুক্তরাষ্ট্র। তথাকথিত পুনর্গঠন ও জাতি-গঠন প্রকল্পগুলো মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। যুদ্ধ অবসানের জন্য তালেবানকে আলোচনার টেবিলে নিয়ে আসার কোনো ইচ্ছা আছে বলে ইঙ্গিত পাওয়া যায় না। অথচ সেই কুখ্যাত ব্ল্যাকওয়াটার’র মতো বেসারকারি ঠিকাদারদের হাতে আফগানিস্তানের নিরাপত্তার ভার তুলে দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এতে আফগান যুদ্ধ ও সহিংসতার ক্ষেত্রটির আরও বিস্তৃত হবে। কমে আসবে শান্তি ও সমঝোতার সুযোগ। আর সংঘাত আরও বিস্তৃত হলে তা প্রতিরোধের জন্য জঙ্গিগোীগুলো নতুন যুক্তি খুঁজে পাবে। যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ বেসরকারি খাতে ছেড়ে দেয়া বেশ লাভজনক। এতে অর্থের অনেক সাশ্রয় হবে। এর ফলে নানা উপায়ে যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে এবং আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখা যাবে। সেখানে চীন, রাশিয়া, পাকিস্তানের মতো কোনো দেশের প্রভাব বিস্তারের সুযোগও প্রতিরোধ করা যাবে। আফগানিস্তানকে ইউরোশিয়ার একটি আউটপোস্টে› পরিণত করতে যুক্তরাষ্ট্রের যে লক্ষ্য তা হাসিল হবে। কারণ আফগানিস্তান এমন জটিল একটি দেশ, যাকে ছেড়ে যাওয়াও যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন। একবিংশ শতকে দেশটির মহাকৌশলের (গ্রান্ড স্ট্রাটেজি) অংশ আফগানিস্তান। বেসরকারি ঠিকাদার দিয়ে আফগানিস্তানের যুদ্ধ সামলানোর প্রস্তাব নতুন নয়। তবে দেশটিতে মার্কিন বাহিনী যুদ্ধে হেরে যাচ্ছে বলে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তার পটভূমিতে পুরনো প্রস্তাবটি নতুন প্রাণ পেয়েছে। এই হতাশারই সুযোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্প। তারা এখন মার্কিন বাহিনীকে সরে যাওয়ার সুযোগ করে দিয়ে নিজেদের উপস্থিতি বজায় রাখার পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা যে আফগানিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসার সম্ভাবনা দেখতে পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তাদের জন্য যুদ্ধ একটি বড় ব্যবসা। রয়টার্স, সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ