Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি তৎপরতা ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়াবে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোতে জঙ্গি তৎপরতা রয়েছে কিনা তা যাচাই করতে সরকার নজরদারি বাড়াবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গিবাদ প্রতিরোধে সরকার গঠিত কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে তিনি আরো বলেন, মাদ্রাসা বোর্ডের পাঠ্যপুস্তকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে এমন কোনও বিষয়বস্তু আছে কি না, তাও খতিয়ে দেখছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদবিরোধী অভিযান ও জঙ্গি গ্রেফতারের ঘটনায় হওয়া মামলা দ্রæত নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জঙ্গি অর্থায়নের ব্যাপারে পরবর্তী সভায় বিস্তারিত প্রতিবেদন দেয়ার জন্য বাংলাদেশ ব্যাংক, পুলিশের গোয়েন্দা শাখা (সিআইডি) ও বিশেষ শাখাকে (এসবি) নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ উস্কে দেয় এমন অনলাইন অ্যাক্টিভিটিজও খতিয়ে দেখছে সরকার। পাশাপাশি, দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত আছে কি না, তা পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। পাসপোর্ট ইস্যুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেয়া প্রতিবেদনের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট অফিসে দুর্নীতি হয় বলে টিআইবি যে অভিযোগ করেছে অনেকক্ষেত্রে তার সত্যতা পাওয়া যায়নি। তবে সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, র‌্যাব, পুলিশ, কোস্টকার্ডসহ ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা।



 

Show all comments
  • Shagor ২২ আগস্ট, ২০১৭, ১১:৩৩ এএম says : 0
    ভাল কাজ, কিন্তু ছাত্রদেরকে যেন হয়রানি করা না হয়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বরাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ