Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিপক্ষে ফিরছেন আগার

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : চার বছর আগে অভিষেক হলেও দীর্ঘ দিন ধরে আছেন টেস্ট ক্রিকেটের বাইরে। সেই অপেক্ষা টাইগারেদের বিপক্ষে ম্যাচ দিয়েইে ঘুঁচতে পারে অলরাউন্ডার এ্যাস্টন আগারের। এমন আভাসই দিলেন অস্ট্রেলিযা কোচ ড্যারেন লেহম্যান।
চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া শেফিল্ড শিল্ডে ভাল পারফরমেন্স করে নির্বাচকদের সন্তষ্ট করতে সক্ষম হওয়া আগার বাঁ-হাতি স্পিনার স্টিভ ও’কেফিকে পিছনে ফেলে পুনরায় দলে ডাক পান। গতকাল সাংবাদিকদের লেহম্যান বলেন,‘ ব্যাটিংয়ে এ্যান্টন খুবই ভাল করছে এবং সে একজন দুর্দান্ত ফিল্ডারও। তার পারফরমেন্সে সত্যিই আমরা খুশি।’ আগার সম্পর্কে তিনি আরো বলেন, ‘এ্যাস্টন ভাল কিছু করবে বলে আমরা আশ করছি।’
আগামী রোববার ঢাকাতে শুরু হওয়া প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দুই স্পিনার নিয়ে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে আগারের সঙ্গী হতে পারেন দলের নিয়মিত স্পিনার নাথান লায়ন। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। তবে মাঠ সমস্যার কারণে সেটি বাতিল হয়ে গেছে। সুতরাং শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অসি দলের সফর। এ মাঠেই গত বছর ইংল্যান্ডকে তিন দিনের মধ্যেই হারিয়েছিল বাংলাদেশ। তবে যে কোন কিছুর জন্যই তার দল প্রস্তুত বলে জানান লেহম্যান, ‘চলতি বছর শুরুতে ভারত সফরে আমাদের তিন দিনের প্রস্তুতি ম্যাচ ছিল। কখনো কখনো ম্যাচগুলো সংক্ষিপ্ত হলেও টেস্ট ম্যাচ অবশ্যই চিত্তাকর্ষক। আমরা সে জন্য প্রস্তুত। তবে এখানকার উইকেট খুবই ভাল মনে হচ্ছে।’
সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ সফর করেছিল রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৪ সেপ্টেম্বর শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ