Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুদাম ঘরে সামার ব্যাডমিন্টন!

| প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম তো নয়, যেন ঘুদাম ঘর। এখানেই প্রচন্ড গরমের মধ্যে শাটলাররা খেলছেন ইনডেক্স সামার ব্যাডমিন্টন টুর্নামেন্টে। গতকাল বিকালে সরেজমিনে দেখা গেল এই স্টেডিয়ামের প্রতিটি কোনা থেকে হুর হুর করে বেরুচ্ছে উত্তপ্ত বাতাস। যে গরম বাতাসে শাটলাররা ঘেমে অস্থির। খেলা তো দূরের কথা এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে বা বসে থাকাও বেশ কষ্টকর। খোঁজ নিয়ে জানা গেল, ইনডোর স্টেডিয়ামের সব সুবিধা থাকা সত্বেও পরিচর্যার অভাবে এখানকার সবগুলো এয়ারকন্ডিশন মেশিন বিকল হয়ে পড়ে আছে। ফলে নিদারুন কষ্ট করতে হচ্ছে খেলোয়াড়দের। গরমের দিনে প্রায় ঘুদাম ঘরে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন তারা। এমন গরম পরিবেশেই কাল ইনডেক্স সামার ব্যাডমিন্টনের পুরুষ একক ও দ্বৈতের খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পুরুষ এককের খেলায় মিনহাজ, আশফাক সাদাকাত, তুহিন, আসাদুজ্জামান, জাকারিয়া, রাজেশ, রনি, রকি, তুষার, মাইনুল পারভেজ, এনায়েত উল্লাহ খান, মঙ্গল সিংহ, পরশ, রওনক নবি, জাহিদ রমজান, মাশরাফি, আবুজর আলী, গৌরভ সিংহ, অহিদুল, লোকমান ও রাহাদ কবির জিতেছেন। পুরুষ দ্বৈতে পরশ ও তানভির, অনিক ও রাকিব, মুকুল ও নিশান, রকি ও নাইম, পারভেজ ও বাবু এবং মোরসালিন ও আবুজর জুটি জয় পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ