মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : হংকংয়ে ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারী তিন ছাত্রনেতার কারাদন্ডের প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন কয়েক হাজার মানুষ। রবিবার বিক্ষোভের সময় চীন শাসিত শহরটির বিচারকদের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার জশুয়া উয়ং (২০), নাথান ল (২৪) ও অ্যালেক্স চৌ (২৭)-কে ছয়-আট মাস কারাদন্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ আয়োজনের মাধ্যম রাজনৈতিক হস্তক্ষেপ ও প্ররোচনার অভিযোগ আনা হয়। ছাত্রনেতাদে কারাদন্ডের প্রতিবাদে ৩০ ডিগ্রি গরম অগ্রাহ্য করে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা জড়ো হোন আপিল আদালতের সামনে। মিছিলকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।
বিক্ষোভটি আয়োজনে ভূমিকা রাখা সাবেক ছাত্রনেতা লেস্টার শুম জানান, ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে আমব্রেলা মুভমেন্টে’র পর রবিবারই সবচেয়ে বেশি মানুষ রাজপথে নেমেছেন। হংকং পুলিশের ধারণা, বিক্ষোভে প্রায় ২৩ হাজার মানুষ অংশ নিয়েছেন।
গত বছর জশুয়াকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে আদালত। তখন তাকে কমিউনিটি সেবার শাস্তি দেওয়া হয়। কিন্তু হংকং সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। সরকারের আপিলের পর এই ছয় মাসের শাস্তি ঘোষিত হলো। এর ফলে আগামী পাঁচ বছর হংকংয়ের কোনও স্থানীয় নির্বাচনে জশুয়া অংশগ্রহণ করতে পারবেন না।
মানবাধিকার সংগঠনগুলো হংকং সরকারের আপিলের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, তরুণ নেতাদের নির্বাচনি রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার এই আপিল করেছে। তবে সরকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, এই সিদ্ধান্তে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।