Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘অ্যাসাসিন’স ক্রিড’ সিকুয়েলের কাজ শুরু হয়ে গেছে

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

এই বছরের শেষে আসছে জনপ্রিয় ভিডিও গেইম ‘অ্যাসাসিন’স ক্রিড’কে ভিত্তি করে একই নামের অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটির বাণিজ্যিক সম্ভাবনা আঁচ করে নির্মাতারা এরই মধ্যে এর পরের পর্ব নির্মাণের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। ডিজিটাল স্পাই জানিয়েছে চলচ্চিত্রটির নির্মাণের জন্য নিউ রিজেন্সি এরই মধ্যে উবিসফ্ট মোশন পিকচার্সের জ্যঁ-জুলিয়েন ব্যারোনেট এবং কেনেডি-মার্শাল কোম্পানির ফ্র্যাঙ্ক মার্শালের সঙ্গে প্রযোজনার চুক্তি করেছে।
প্রথম পর্বের দুই অভিনেতা মাইকেল ফাসবেন্ডার এবং কনর ম্যাকহ্যানকে পরের পর্বেই দেখা যাবে। ফাসবেন্ডার প্রথম পর্বে ক্যালাম লিঞ্চ এবং অ্যাগিলারের ভূমিকায় অভিনয় করেছেন। কাহিনী এক ব্যক্তির যে অনুভব করে আসলে তার পূর্ব পুরুষ ছিল ষোড়শ শতাব্দীতে স্পেনের এক আততায়ী।
দেড়শ থেকে দুইশ মিলিয়ন ডলার বাজেতে নির্মীয়মাণ ‘অ্যাসাসিন’স ক্রিড’ ১৬ ডিসেম্বর মুক্তি পাবে। জাস্টিন কারজেল পরিচালিত চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছে মারিয়ন কতিয়ার এবং জেরেমি আয়রন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘অ্যাসাসিন’স ক্রিড’ সিকুয়েলের কাজ শুরু হয়ে গেছে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ