প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : অভিনয় এবং নির্মাণ দুটোর সাথেই জড়িত সোহেল আরমান। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘এইতো প্রেম’। বর্তমানে সিলেটের বিভিন্ন লোকেশনে এবিএম সুমন ও মগ্ধতা জুটিকে নিয়ে তিনি তার নতুন চলচ্চিত্র ‘ভ্রমর’র শুটিং করছেন। এই চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা এবং পরিচালনা করছেন সোহেল আরমান নিজে। তবে এবারই প্রথম তিনি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন। নিজের লেখা ‘চান্দের জ্যোৎ¯œা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এরইমধ্যে গানের রেকর্ডিং-এর কাজ শেষও করেছেন। সোহেল আরমান বলেন, ‘কেন যেন মনে হলো চান্দের জ্যোৎ¯œা গানটি আমি গাইতে পারবো। মনের ভালো লাগা থেকেই গানটি গেয়েছি। কেমন গেয়েছি তা শ্রোতা দর্শকই ভালো বলতে পারবেন। তবে গানটি গেয়ে আমি সন্তুষ্ট।’ সোহেল আরমানের গাওয়া গানটি তার ‘ভ্রমর’ চলচ্চিত্রেই দর্শক শুনতে পাবেন। সোহেল আরমান জানান তার নতুন চলচ্চিত্রে হাবিব, প্রীতম, সাব্বিরও গান গেয়েছেন। চলতি মাসের পুরোটা সময়ই সোহেল আরমান ‘ভ্রমর’ চলচ্চিত্রের কাজ নিয়ে সিলেটে থাকবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।