Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ার্নের দুর্দান্ত শুরু

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেনের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে বুন্দেসলিগার নতুন মৌমুম। কিন্তু স্কোরলাইনের চেয়ে আলোচনায় ছিল ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বায়ার্ন। আর এই জেয় ছিল প্রযুক্তির সহায়তাও। পেনাল্টির একটি সিদ্ধান্ত নিতে রেফারি ব্যবহার করেন এই পদ্ধতি।
বায়ার্ণের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় পরশু রাতে ম্যাচের দ্বিতীয়ার্ধে রবার্ট লেভানদোভস্কি ফাউলের শিকার হয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে ভিএআর প্রযুক্তির সহযোগিতা নেনরেফারি। সিদ্ধান্ত বায়ার্নের পক্ষে গেলে পেনাল্টি পায় তারা। পোলিশ ফরোয়ার্ড নিজেই স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন। টানা ষষ্ঠ লিগ শিরোপা জয়ের মিশনে নামা বায়ার্ন তখন নিকলাস জুলার কোরোঁতাঁ তোলিসোর গোলে এগিয়ে। পরে লেভারকুজেন একটি গোল দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ