Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিনল্যান্ডে প্রাণঘাতী হামলায় নিহত ৩

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বার্সিলোনা হামলার রেশ মিলিয়ে যাওয়ার আগেই আবারো রক্ত ঝরল ইউরোপে। স্ক্যান্ডিনেভীয় দেশ ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুরকুতে এক হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে আটজন। শহরের এক বিপণিবিতান-সংলগ্ন স্কয়ারে গত শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনাটির সঙ্গে সন্ত্রাসীদের কোনো ধরনের যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ফিনল্যান্ডের সাবেক রাজধানী তুরকুকে এখনো দেশটির বাণিজ্য ও সংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। দেশটি ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অবলম্বন করলেও গত জুনে সন্ত্রাসবাদী হামলা নিয়ে বিশেষ সতর্কতা জারি করে ফিনল্যান্ডের জাতীয় গোয়েন্দা সংস্থা। ওই সময় সন্ত্রাসবাদীদের ফিনল্যান্ডকেন্দ্রিক কিছু পরিকল্পনার আভাস পাওয়ার কথা জানিয়েছিল সংস্থাটি। তবে এ হামলার ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো ধরনের যোগসূত্র রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলতে পারছেন না ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী পলা রিসিক্কো। হামলার পর সন্দেহভাজন এক হামলাকারীকে গুলি করে হত্যা ও গুলিবিদ্ধ অবস্থায় আরেকজনকে গ্রেফতারের কথা জানিয়েছে ফিনল্যান্ডের পুলিশ। স্থানীয় একটি হাসপাতালে আটককৃত সন্দেভাজনের চিকিত্সা চলছে বলে জানা গেছে। বর্তমানে দেশটির নাগরিকদের তুরকু ভ্রমণে সতর্কতা জারির পাশাপাশি দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ফিনল্যান্ডের পুলিশ। গার্ডিয়ান, রয়টার্স ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ