Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৩০টি মানবিক মিশন চালিয়েছে রাশিয়া

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ১৯৯৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ৪৩০টিরও বেশী মানবিক মিশন পরিচালনা করেছে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবিক দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের প্রেস সার্ভিস একথা জানায়। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস পালন করা হয়ে থাকে। বিবৃতিতে বলা হয়, ১৯৯৩ সালে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় ও জাতিসংঘের মধ্যে মানবিক সহযোগিতার কাজ শুরু হয়। মন্ত্রণালয় জানায়, তখন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাশিয়ার উদ্ধার কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে ৪৩০টিরও বেশী মানবিক মিশন পরিচালনা করে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানায়, তাদের পরিচালনা করা এসব মিশনের মধ্যে রয়েছে মানবিক ত্রাণ সরবরাহ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মাইন নিস্ক্রিয়, চরম সংকটপূর্ণ পরিস্থিতিতে রাশিয়ার নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া বা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়া লোকজনকে হাসপাতালে নেয়া এবং দাবানল নিয়ন্ত্রণ। বিবৃতিতে আরো বলা হয়, প্রাকৃতিক দুর্যোগ ও সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত বিশ্বের ১৪০টিরও বেশী দেশ রাশিয়ার মানবিক সহযোগিতা নিয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ