মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর-পূর্বাঞ্চলীয় সিরীয় সীমান্তে ইসলামিক স্টেটের (আইএস) একটি ছিটমহলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। গত শনিবার ভোরে লেবানন সেনাবাহিনী অভিযানটি শুরু করার পরপরই একইসঙ্গে ছিটমহলটির বিরুদ্ধে সিরিয়ার দিক থেকে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবানন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, রাস বালবেক শহরের কাছে আইএসের অবস্থানগুলো লক্ষ্য করে রকেট, কামান ও হেলিকপ্টার থেকে গোলা নিক্ষেপ করছে লেবাননি সেনাবাহিনী। ওই ছিটমহলটিতে কয়েকশত আইএস যোদ্ধা আছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননি-সিরীয় যুদ্ধক্ষেত্রের একমাত্র এই অংশটিই এখনো জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়ে গেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।