মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সদস্য দেশগুলোর মধ্যে নিরাপদ খাদ্য বাণিজ্যের প্রতিবন্ধকতা হ্রাসে গুরুত্ব দিচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক)। এ লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে সংস্থাটির বিনিয়োগ ও বাণিজ্য-সংক্রান্ত কমিটির বৈঠক আয়োজন করা হয়েছে ভিয়েতনামে। এ আয়োজনে যোগ দিতে এপেক প্রতিনিধিরা গতকাল ভিয়েতনামের হো চি মিন সিটিতে সমবেত হয়েছেন। কৃষি ও খাদ্য বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধার প্রতিবন্ধকতা নিয়ে এপেকের একটি গবেষণায় বলা হয়েছে, বিদেশী পণ্যগুলো স্থানীয় ক্রেতা, ফসল বা গবাদিপশুর ক্ষতি করে না; বরং এক্ষেত্রে মাত্রাতিরিক্ত নীতিমালা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যেমনÑ প্রয়োজনের অতিরিক্ত নিয়মনীতির কারণে খাদ্য আমদানির নিরাপত্তা নিশ্চয়তা দেয়া যায় না। এছাড়া খাদ্য রফতানিকারকরাও সহজে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে পারে না। এপেকের বাণিজ্য ও বিনিয়োগ প্রধান শার্লিন অ্যাকুয়ার মতে, এপেকভুক্ত দেশগুলোয় ৮০টিরও বেশি ভিন্ন ভিন্ন সরকারি সনদপত্র রয়েছে। খাদ্য রফতানির জন্য সনদপত্র পাওয়ার শর্তাবলি অবশ্যই সুনির্দিষ্ট, বাস্তবমুখী, বিজ্ঞানভিত্তিক এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের (ডবিøউটিও) স্যানিটারি ও ফাইটোস্যানিটারি-বিষয়ক মাপকাঠি মেনে তৈরি করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন ধরনের ভ্রান্তি দূর করার পাশাপাশি এপেকভুক্ত দেশগুলোর মধ্যে খাদ্য ব্যবসা ও নীতি-নির্ধারকদের মধ্যে যোগাযোগ উন্নত করতে হবে। আর এসব লক্ষ্যপূরণে পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে এপেকের কৃষি ও নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তারা হো চি মিন সিটিতে সমবেত হয়েছেন। এপেকের তৃতীয় সিনিয়র অফিশিয়াল মিটিং (এসওএমথ্রি) ছাড়াও সংশ্লিষ্ট আরো কিছু বৈঠক অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ৩০ আগস্ট পর্যন্ত এসব বৈঠক চলবে। সব মিলিয়ে এপেকের চারটি কমিটি, ২৬টি গ্রæপের ৭৫টি বৈঠক হবে বলে জানা গেছে। ব্যবসায় ও বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও দুর্নীতি মোকাবেলাসহ বিভিন্ন দিক নিয়ে এসব বৈঠক অনুতি হবে। তবে এর মধ্যে ২৯ ও ৩০ আগস্ট এসওএমথ্রির বৈঠক বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আরো উদার ও সমপর্যায়ের বাণিজ্য এবং ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, তা দূরীকরণে গুরুত্ব দেয়া হবে এ দুই বৈঠকে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।