Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াজের বিচার দাবির পিটিশন খারিজ

| প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে গ্রেফতার ও বিচারের দাবিতে সিন্ধু হাইকোর্টে দায়ের করা একটি পিটিশন খারিজ করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি আহমেদ আলী এম শেখের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ পিটিশনটি খারিজ করে বলেছে, এ ধরনের ঘটনায় হাইকোর্টের আদেশ দেয়ার এখতিয়ার নেই। বিচারপতিরা আবেদনকারীকে বলেছেন, বিষয়টি নিষ্পত্তির জন্য তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। আমির জাহান ওরফে বিসমা নওরিন নামে এক নারী ব্যক্তিগতভাবে সিন্ধু হাইকোর্টে পিটিশনটি দায়ের করেন। নওয়াজ শরীফের গ্রেফতার এবং বিচার দাবি করে পিটিশনে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদবের সঙ্গে নওয়াজ শরীফের যোগাযোগ এবং তার মালিকানাধীন রামাজান সুগার মিলে ভারতীয় কর্মীদের নিয়োগের বিষয়ে নওয়াজ শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। আবদেনকারী তার পিটিশনে নওয়াজ শরীফকে আটক করে তার বিচারের ভার সেনাবাহিনীর হাতে ন্যস্ত করারও অনুরোধ করেছিলেন। এছাড়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, মন্ত্রিসভার সদস্য আহসান ইহকবাল, খাজা সাদ রফিক এবং খাজা আসিফসহ আরো কয়েকজেনর নাম রয়েছে এ পিটিশনে।
এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ