Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চার দেশের অংশগ্রহনে আগামী ২০ সেপ্টেম্বর নেপালে শুরু হবে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে। এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। বৃহস্পতিবার কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আসরে বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, সেপ্টেম্বরে দু’টি মহিলা প্রতিযোগিতা, প্রথম বিভাগ কাবাডি লিগ এবং ১১টি টুর্নামেন্টের স্বত্ব একটি বিপণন প্রতিষ্ঠানকে দেয়া হবে। বছরের ১১টি বড় টুর্নামেন্ট একটি বিপণন প্রতিষ্ঠানকে আয়োজন করার দায়িত্ব দেয়া হয়েছে। পাঁচ বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। এই সময়ে ৩০ কোটি টাকার পৃষ্ঠপোষকতা এনে ওই প্রতিষ্ঠানটি পাঁচ বছরে ৫৫টি টুর্নামেন্ট করবে। যার মধ্যে বছরে ৫০ লাখ টাকা কাবাডি ফেডারেশনের তহবিলে জমা হবে বলে জানান ফেডারেশনের যুগ্ম সম্পাদক এবং পুলিশের এআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ