নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ ১১ বছর। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতরাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে স্মিথের দল। অস্ট্রেলিয়া থেকে উড়াল দেবার আগে সতীর্থ অধিনায়ক স্টিভেন স্মিথ, নাথান লায়নের সঙ্গে তোলা উচ্ছ¡াসভরা এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা জানিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ক্যাপশনে ওয়ার্নার লেখেন, ‘পরবর্তী গন্তব্য ঢাকা। আমি ও সতীর্থরা যাওয়ার জন্য প্রস্তুত। ঢাকা, আমরা আসছি।’
নিজেদের সবশেষ টেস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে সবশেষ টেস্টে হারিয়েছে ইংল্যান্ডকে। টেস্টে বাংলাদেশের উন্নতিটা জানেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। তাই জানেন এখানে অপেক্ষায় কঠিন সময়। এই বছরের শুরুর দিকে ভারতে সফর করে গেছে অস্ট্রেলিয়া। প্রায় একই কন্ডিশনে খেলার সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক। তাকিয়ে আছেন তিনি টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটিতেও, ‘নিজেদের কন্ডিশনে ওরা খুব ভালো দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ওরা। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ওখানে কিছু সময় কাটাতে পারি এবং ওই কন্ডিশনে খেলতে পারি। যেন দেখাতে পারি ভারত থেকে আমরা কি শিখেছি। আশা করি, ছেলেরা অনেক শিখেছে এবং আমরা সেটি এই সফরে বয়ে নিতে পারব। আশা করি, সফর সফল হবে।’
স্পিনিং উইকেটের আশা নিয়েই বাংলাদেশে আসছেন স্মিথ। সেক্ষেত্রে দুই স্পিনার নিয়ে একাদশ সাজানোর কথাও জানিয়ে রাখলেন, ‘আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আমরা এমন উইকেট পেতে যাচ্ছি যা স্পিন করবে। সেই ক্ষেত্রে বলতে দ্বিধা নেই আমরা দুই স্পিনার নিয়ে নামব। ওখানে গিয়ে দেখতে হবে কন্ডিশন কেমন এবং চেষ্টা করতে হবে দ্রæত মানিয়ে নিতে। টেস্টে যেমন উইকেটে খেলব, প্রস্তুতি ম্যাচেও তেমন উইকেট পেলে দারুণ হবে।’
দুই স্পিনার খেলালে নাথান লায়নের সঙ্গে থাকবেন অ্যাশটন অ্যাগার, অনেকটা নিশ্চিত করে দিয়েছেন স্মিথ। সঙ্গে উসমান খাজার ওপরও অনেক প্রত্যাশা অধিনায়কের। দুই দিনের প্রস্তুতি ম্যাচ ২২ ও ২৩ অক্টোবর। ২৭ আগস্ট থেকে প্রথম ম্যাচ মিরপুরে। পরেরটা শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এমন একটি ঐতিহাসিক সফরে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটাতে চলেছে টিম অস্ট্রেলিয়া। সফরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা-ব্যবস্থাকে। আর এজন্য অস্ট্রেলিয়া দল ঢাকায় পা রাখার পর থেকেই তাদের সাথে সার্বক্ষণিক অবস্থান করবেন তিনজন নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপক। এই তিন অফিসিয়ালের সাথে থাকবেন একজন পাচকও, যিনি অজি ক্রিকেটারদের খাওয়া-দাওয়ার সম্পূর্ণ দেখভাল করবেন! দায়িত্ব পাওয়া তিনজন নিরাপত্তা ব্যবস্থাপক হচ্ছেন- শন ক্যারোল, ফ্রান্সিসকো দিমাসি এবং রবার্ট সিমন্স। পাচক বা বাবুর্চির গুরুদায়িত্ব পালন করবেন আলতামাশ ইকবাল।
অতীতের সফরগুলোতে সফরকারী দলের সাথে নিরাপত্তাকর্মী বা অফিসিয়াল থাকলেও পাচকের উপস্থিতি খুব দুর্লভ ব্যাপার। অস্ট্রেলীয় ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এমন অদ্ভুত উদ্যোগ নিতে হয়েছে বিসিবিকে। এ প্রসঙ্গে বিসিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, ‘হোটেলে এবং মাঠে খেলোয়াড়দের খাবার সম্পর্কে দেখভাল করার জন্য আমরা তাকে রেখেছি। অবশ্য এটা বাংলাদেশের এবারই প্রথম নয়। ভারত যখন বাংলাদেশ সফর করেছিল, তাদের সাথে একজন পাচক এনেছিল।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।