Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

এজাহারের চারদিন পর মামলা রেকর্ড

প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় একটি তুচ্ছ ঘটনায় মাসহ দুই কলেজ ছাত্রীকে প্রকাশ্যে লাঠি পেটা করে নির্যাতন করার ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় দায়ের করা এজাহার তদন্তের নামে দেরি করায় পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীর হস্তক্ষেপে চারদিন পর মামলা রেকর্ড করা হয়। গত শনিবার বিকেলে ওই এলাকার সোনাপাতিল গ্রামে হঠাৎ ঝড়ে নিজেদের বাগানের কয়েকটি নারিকেল কুড়িয়ে নিয়ে যাওয়ার সময় খন্দকার মালঞ্চি গ্রামের শাহ্জাহান আলীর কলেজ পড়ুয়া দুই মেয়ে জলি ও আরিফা তাদের মা মিলা বেগমকে প্রতিবেশী বাদশা ও তার স্ত্রী আতিয়া লাঠি হাতে তাদের ওপর হামলা করে গুরুতরভাবে জখম করে। আহতরা বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। আহত জলি বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী এবং আরিফা রাজশাহী সিটি কলেজের অনার্সের ছাত্রী। পরে এ ব্যাপারে তাদের চাচা মোঃ জেনারেল বাগাতিপাড়া মডেল থানায় লিখিত এজাহার করেন। অভিযোগ করার চারদিন পরও তদন্তের নামে চারদিন পর্যন্ত মামলা রেকর্ড না হওয়ায় বিভিন্ন খবরের কাগজে এ বিষয়ে প্রকাশিত সংবাদের কপিসহ অভিযোগকারী পুলিশ সুপারের সাথে দেখা করলে পুলিশ সুপারের নির্দেশে ওই দিন রাতেই থানায় মামলা রেকর্ড করা হয়। বাদীর অভিযোগ মামলা রেকর্ড করা হলেও আসামীরা এখনও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের আটক করছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এজাহারের চারদিন পর মামলা রেকর্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ