Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা অনিবার্য বলেছিল আইএস

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : স্পেনের বার্সেলোনায় হামলা হতে পারে বলে দুই মাস আগেই কাতালান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। কেবল তাই নয়, জুলাইয়ের শেষের দিকে মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএসও স্পেনে হামলা হবে বলে হুঁশিয়ার করেছিল। স্পেনভিত্তিক সংবাদপত্র এল পেরিওডিকোর বরাত দিয়ে বিবিসি খবরটি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নির্দিষ্ট করে বার্সেলোনার রামবøাস শহরের নাম উল্লেখ করেছিল সিআইএ। বলা হয়েছিল প্যারিস, লন্ডন এবং বার্লিনের মতো ইউরোপীয় শহরগুলোতে হামলার পর রাম্বলাসও হামলার নিশ্চিত লক্ষ্যবস্তু হয়ে পড়েছে। আর জুলাই মাসের শেষের দিকে আইএস এর পক্ষ থেকে করা একটি টুইটে বলা হয়, স্পেনে একটি হামলা অনিবার্য। এরইমধ্যে সংগঠনটি গত বৃহস্পতিবার বার্সেলোনার হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটির কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এ প্রকাশিত এক বিবৃতিতে আইএস দাবি করেছে, তাদের সৈনিকরা এ হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিশোধ নেওয়ার আহŸানে সাড়া দিয়ে এ অপারেশন চালানো হয়েছে বলে দাবি করেছে জিহাদি গোষ্ঠীটি। তবে তাদের দাবির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। স্পেনের স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে বার্সেলোনার লাস রামবøাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ১০০ জন। এরপর স্থানীয় সময় মধ্যরাতের দিকে ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার প্রচেষ্টা হলে পাঁচ সন্দেহভাজনকে হত্যার মধ্য দিয়ে তা বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ