Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনের নতুন পুলিশ প্রধান মার্কিন নাগরিক

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিন পুলিশ ডিপার্টমেন্টের নতুন পুলিশ প্রধান হিসেবে ডালাস পুলিশের সাবেক কর্তা অ্যান্ডি হার্ভেকে নিয়োগ দিয়েছে। প্যালেস্টাইন সিটি কাউন্সিলের ম্যানেজার মাইক আলেকজান্ডার প্রধান হিসেবে হার্ভের নাম ঘোষণা করেন। এক বিবৃতিতে আলেকজান্ডার বলেন, হার্ভেকে আমার নতুন পুলিশ প্রধান হিসাবে পেয়ে আমি খুবই আনন্দিত। আমি মনে করি তিনি ফিলিস্তিনিদের জন্য অভিজ্ঞতার সম্পদ নিয়ে আসবেন। হার্ভে যুক্তরাষ্ট্রের ডালাস পুলিশের ডিপার্টমেন্টে ২১ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স রিজার্ভ, এয়ার ন্যাশনাল গার্ড এবং টেক্সাস আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। হার্ভে বলেন, ফিলিস্তিনের পরবর্তী পুলিশ প্রধান হিসেবে মনোনীত করার জন্য আমি সত্যিই সম্মানিতবোধ করছি। আমি এই মহান দায়িত্ব নিতে মুখিয়ে আছি এবং ফিলিস্তিনের পুলিশ বিভাগের বিশিষ্ট কর্মকর্তাদের নেতৃত্বে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। গত ৫-৭ জুলাই হার্ভে ও আরো তিনজন এই পদের জন্য সাক্ষাৎকার দেন। বাছাই প্রক্রিয়া শেষে প্যালেস্টাইন সিটি কাউন্সিল ১৪ আগস্ট তাদের নিয়মিত মিটিংয়ের সময় হার্ভেকে চূড়ান্তভাবে নির্বাচন করেন। আগামী ২৮ আগস্ট নতুন প্রধান হিসাবে তিনি তার দায়িত্ব শুরু করবেন। রয়টার্স।



 

Show all comments
  • Movin Mehedi ১৯ আগস্ট, ২০১৭, ১০:৫১ এএম says : 0
    বিষয় টা কি দাঁড়ালো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ