Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মার্কিন নৌকর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : দুই মাস আগে জাপানের জলসীমায় ফিলিপিন্সের কনটেইনারবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ৭ ক্রু নিহতের ঘটনায় ডেস্ট্রয়ার ইউএসএস ফিটজারগেল্ডের কমান্ডিং অফিসারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে মার্কিন নৌবাহিনী। মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, একই ঘটনার জন্য বেশ কয়েকজন নাবিককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন নৌবাহিনীর নেভাল অপারেশনের উপপ্রধান অ্যাডমিরাল বিল মোরান বিবিসিকে জানান, কমান্ডিং অফিসার এবং আরও দুই কর্মকর্তার নেতৃত্ব নিয়ে আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সেভেন্থ ফ্লিটের অংশ হিসেবে ২০০৪ সালে জাপান সাগরে মোতায়েন করা হয় ইউএসএস ফিটজারগেল্ডকে। তখন থেকেই এটি জাপান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনামসহ উত্তর প্রশান্ত মহাসাগরে নিয়মিত নজরদারি চালিয়ে আসছিল। জুনে টোকিও উপকূলের কাছে ফিটজারগেল্ডের সঙ্গে ফিলিপিন্সের পতাকাবাহী এসিএক্স ক্রিস্টালের সংঘর্ষ হয়। সংঘর্ষে ডেস্ট্রয়ারের নিচের দিকে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়; পানিতে ভেসে যায় নিচের ডেক। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ