Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেতে কাজ না করায় নাক কর্তন দলিত নারীর

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে উচ্চবর্ণের এক পরিবারের দেওয়া কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অভিযোগে নিম্নবর্ণ দলিত শ্রেণির এক নারীর নাক কেটে দেওয়া হয়েছে। খবরে বলা হয়, মধ্যপ্রদেশ রাজ্যের সাগর এলাকার রাজা গ্রামের বাসিন্দা জনকি বাইয়ের নাক কেটে দেয় দুই ব্যক্তি গত মঙ্গলবার। ওই দুই ব্যক্তি ওই নারীর স্বামীকেও পেটায়। তারা কুঠার দিয়ে আমার স্ত্রীর নাকে নির্বিচার কোপাতে থাকে, বলেন জনকি বাইয়ের স্বামী রাঘবেন্দ্র। ভুক্তভোগী নারীর স্বামী আরো জানান, গ্রামের উচ্চবর্ণের প্রভাবশালী ব্যক্তি নরেন্দ্র সিং তাঁর ক্ষেতে কীটনাশক ছিটিয়ে দিতে বলেছিলেন জানকি বাইকে। কিন্তু তা করতে না চাওয়ায় নরেন্দ্র সিং ও তাঁর বাবা সাহেব সিং তাঁর স্ত্রীকে পেটান। এর পর বিষয়টি নিয়ে তিনি ও তাঁর স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করতে গেলে তাঁদের ওপর আরো চড়াও হন বাপ-বেটা। থানায় যাওয়ার পথে রাঘবেন্দ্র দম্পতিকে ধরে মারধর করেন নরেন্দ্র ও তাঁর বাবা। এ সময় কুঠার দিয়ে কেটে দেওয়ায় জানকির নাক। এ বিষয়ে জানকি বলেন, তারা এসে আমার স্বামীকে লাঠি দিয়ে বাড়ি মারে। এ ঘটনায় এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ