Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহারাষ্ট্রে ৭ দিনে ৩৪ কৃষকের আত্মহত্যা

| প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতে কৃষকের আত্মহত্যার মিছিলে দিন দিন সংখ্যা বাড়ছেই। মহারাষ্ট্রের মারাঠাওয়াড়ায় ৭ দিনে ৩৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। দেবেন্দ্র ফডনবিশের সরকার ঋণ মওকুফের কথা ঘোষণা করা সত্তে¡ও মহারাষ্ট্রে কৃষকদের আত্মহত্যার মিছিল ঠেকানো যাচ্ছে না। গত আট মাসে মারাঠাওয়াড়ায় ৫৮০ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে নথিভুক্ত হয়েছে। প্রকৃত সংখ্যাটা আরো বেশি বলেই মনে করা হচ্ছে। এর মধ্য গত একসপ্তাহেই আত্মহত্যা করেছেন ৩৪ কৃষক। জানুয়ারি থেকে ১৪ আগস্ট ২০১৭ পর্যন্ত এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্টে ৭ আগস্ট থেকে ১৩ আগস্টের মধ্যেই আত্মহত্যা করেছেন ৩৪ কৃষক। এর মধ্যে সব থেকে বেশি মারাঠাওয়াড়ার কৃষকই আত্মহত্যা করেছেন। এক বছরে ১১৫ জন। ঔরঙ্গাবাদের ডিভিশনাল কমিশনার ১৪ আগস্ট যে রিপোর্ট দিয়েছেন, তাতে মারাঠাওয়াড়ায় ৫৮০ কৃষক আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়েছে। আত্মঘাতী কৃষকের পরিসংখ্যান উল্লেখ করে কংগ্রেস নেতা অনন্ত গ্যাডগিল বলেন, বিগত আড়াই বছর ধরে আমরা সরকারের কাছে আর্জি জানিয়ে আসছি কৃষক ঋণ মওকুফের। গ্রামে ঘুরে কৃষকদের সঙ্গে কথাও বলেছি। এই মৃত্যুমিছিল সত্যকার অর্থেই আমাদের ভারাক্রান্ত করে তোলে। গত দু-দশক ধরেই বহু কৃষক মৃত্যুর সাক্ষী মহারাষ্ট্র। বীরেন্দ্র ফডনবিশের সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের সাহায্য করতে খরা সেস বসানো হয়। তা থেকে ২০১৫-১৬ অর্থবছরে ১৩০০ কোটি টাকা ওঠে। কংগ্রেস নেতার অভিযোগ, গত একবছরে সেস বাবদ কত টাকা উঠেছে, কত টাকা খরচকরা হয়েছে, সে সম্পর্কিত কোনো রিপোর্টই সরকারের কাছে নেই। জি নিউজ, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ