মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর ঘটনা তদন্তে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী গত বৃহস্পতিবার এ ঘোষণা দেন। জয়ললিতার মৃত্যু স্বাভাবিক কিনা তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। অনেক অভিযোগও ছিল। অবশেষে তার মৃত্যুর পেছনে ষড়যন্ত্রের সম্ভাবনাকে স্বীকৃতি দিল পলানীস্বামী সরকার। পলানীস্বামী বৃহস্পতিবার জানান, জয়ললিতার মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করবে এক সদস্যের বিশেষ তদন্ত কমিশন। উল্লেখ্য, তামিলনাড়–র মুখ্যমন্ত্রী জয়ললিতা গত ৫ ডিসেম্বর মারা যান। অসুস্থতার সময় থেকে মৃত্যু পর্যন্ত জয়ললিতার দেখভালের পুরো নিয়ন্ত্রণ ছিল শশিকলা নটরাজনের হাতে। অভিযোগ ওঠে, দলেরও অন্য কাউকে ওই সময় জয়ললিতার কাছাকাছি ঘেঁষতে দেননি তিনি। জয়ললিতার মৃত্যু ঘিরে প্রথম থেকেই নানা প্রশ্ন উঠতে থাকে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।